মো: শাহাজালাল জুয়েল- -স্বপ্নের পদ্মা সেতু উপহার দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে রাজধানীর উত্তরায় ঢাকা ১৮ আসনের এম পি আলহাজ্ব হাবিব হাসানের নেতৃত্বে বিশাল আনন্দ মিছিল ও শোভাযাত্রা করেছে ঢাকা-১৮ আসনের অন্তর্ভুক্ত সকল কাউন্সিলর, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আনন্দ মিছিলটি উত্তরা হাউজবিল্ডিং থেকে শুরু করে আজমপুর-রাজলক্ষির মাঝামাঝি ইউটার্ন দিয়ে আজমপুর আমির কমপ্লেক্সের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে সমাপ্ত হয়। আনন্দ শোভাযাত্রা শেষে ঢাকা ১৮ আসনের এম পি আলহাজ্ব হাবিব হাসান – সাংবাদিকদের বলেন- বাংলাদেশের মানুষের কাছে আজ প্রাপ্তির আনন্দ, আমরাও পারি সেটা মাথা উচু করে প্রমান করার আনন্দ, আমরা বীরের জাতি সেটাই আরেকবার জানানোর আনন্দ। আর এই আনন্দ, উৎসবের যিনি কারিগর এবং আধুনিক বাংলাদেশের রূপকার, তিনি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি না থাকলে পদ্মা সেতু হতো না। বিশ্বব্যাংক অর্থায়ন থেকে সরে যাওয়ার পরও যিনি নিজস্ব অর্থায়নে সেতু করার সিদ্ধান্ত নিয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা বলেই সেটি সম্ভব হয়েছে–daily desh protidin
Leave a Reply