মোঃ শহিদুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক অবস্থা বেশি গুরুতর হওয়ায় নিয়মিত ফ্লাইটে না নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতে নেওয়া হবে বলে গণমাধ্যমকে জানানো হয়েছে। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালে মেডিসিনের প্রোফেসর ডা. তৈমুর নেওয়াজের অধীনে চিকিৎসাধীন আছেন। মাহবুব তালুকদারকে দেখতে দেশে চলে এসেছেন তার সন্তানরা। বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে মাহবুব তালুকদারের অসুস্থতার বিষয়টি জানান তার ব্যক্তিগত সহকারী মুহাম্মদ এনাম উদ্দীন। মাহবুব তালুকদারের ব্যক্তিগত সহকারী (পিএস) জানান, গত ১ জুলাই থেকে মাহবুব তালুকদার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি নানা রোগে আক্রান্ত। আগামী শনিবারের প্লেনের টিকিট কাটা হলেও শারীরিক অবস্থা বেশি খারাপ হওয়ায় এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থার চেষ্টা চলছে। কে এম নুরুল হুদার নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের বাংলাদেশ নির্বাচন কমিশনের সদস্য হিসেবে মাহবুব তালুকদার যোগ দেন ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারিতে।
Leave a Reply