সরকারি নিয়োম মেনে কুরবানির গরুর হাট চলবে একথা গুলো বলেন, গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম, তার বক্তব্যে বলেন গাজীপুরে এই প্রথম অনলাইন ভিত্তিক বা সরাসরি গরু কেনার খামারে উন্নত জাতের দেশীয় যত্নে পালিত ষাঁড় গরুর হাটের( Alamgir Ranch Limited ) শুভ সুচনা ঘটলো আপনারা সবাই সুন্দর ভাবে ঈদ পালন করবেন। এর অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন গাজীপুর সিটি করপোরেশনের মাননীয় মেয়র জনাব আলহাজ্ব জাহাঙ্গীর আলম স্থানঃ বোড বাজার,গাজীপুর সিটি কর্পোরেশন।
Leave a Reply