জেএ যাদু
শাকরাইল ফোরকানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও দারুল ইয়াতিম শাকরাইল এবং স্থানীয় মুসল্লিরা বাদ আসার শাকরাইল মিয়া পাড়া জামে মসজিদে বর্তমান সংসদ সদস্য শিবালয় বাসির নয়নমনি আলহাজ এ এম নাঈমুর রহমান দুর্জয় এম পি পিতা প্রয়াত সংসদ সদস্য অধ্যক্ষ এ এম সায়েদুর রহমান রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। আয়োজন করেন মোহাম্মদ আলী চৌধুরী টুলু সাধারণ সম্পাদক শাকরাইল ফোরকানিয়া ও হাফেজিয়া মাদ্রাসা। দোয়া মাহফিল শেসে তবারক বিতরণ করা হয়।
Leave a Reply