জেএ যাদু
মানিকগঞ্জ পৌর মেয়র রমজান আলী
মানিকগঞ্জ জেলা বিদায়ী পুলিশ সুপার রিফাত রহমান শামীম বলেন, মানিকগঞ্জবাসী আইন এর প্রতি শ্রদ্ধাশীল তারা অনেক ভাল মানুষ যে কারনেই মানিকগঞ্জবাসীর ভাল বাসার কথা ভূলার নয়। যতদিন বেচেঁ থাকবো আমি মনে রাখবো তাদের জন্য আমার দোয়ার খোলা থাকবে। গত কাল মানিকগঞ্জ পৌরসভা কর্তৃক বিদায় অনুষ্ঠানে তিনি একথা গুলো বলেছেন। সভাপতির বক্তব্য মেয়র মো: রমজান আলী বলেন, মানুষ সেবা বড় ধর্ম তাই বিদায়ী এসপি রিফাত রহমান শামীম মানিকগঞ্জবাসীর সেবা করে গেছেন। তিনি অনন্ত ভাল মানুষ পুলিশ জনগনের বন্ধু তা প্রমান করে গেছেন তাই এসপির ভালবাসার ঋণ সোধ হবার নয়। এসময় স্বাগত বক্তব্য রাখেন প্যানেল মেয়র ১ কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজা, সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর আরশেদ আলী বিস্বাস, প্যানেল মেয়র ৩ কাউন্সিলর ডা: জিয়াসমিন সহ সকল কাউন্সিলর বৃন্দ। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুদ্দিন ও তানিয়া আক্তার, সদর সার্কেল ভাস্কর সাহা।এমএ রায়হান, এ.এসপি. আরিফ, সদর ওসি মো: আকবর আলী, ডিবি ওসি হানিফ সরকার প্রমখ্য অনুষ্ঠান পরিচালনা করেন প্যানেল ২ কাউন্সিলর তছলিম হৃদয় বিদায় এসপি কে পৌরসভার পক্ষথেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
Leave a Reply