এম জুবায়ের যাদু-
বিআইডব্লিউটিসির আরিচা সেক্টরের ডি জি এম ও মধুমতির নির্বাহী প্রকৌশলী রুবেল সাহেবের নেতৃতে ফেরী সেক্টর এখন অনেক ভালো অবস্থানে রয়েছে, পূর্বের ন্যায় এখন আর জন দুর্ভোগ নেই, সুত্রেপ্রকাশ স্বাধীনতার পরবর্তী সময়ের লকর ঝকর পুরাতন ফেরী দিয়ে ফেরী সেক্টরটি সচল রাখতে ডি জি এম খালেদ নেওয়াজ চৌধরী ও প্রকৌশলী রুবেল সাহেব তাদের ২ জনের সততা, দক্ষতা, কর্ম সচল ব্যক্তি কারনে এখন আর ফেরিগুলো বসে থাকে না, রাত দিন পরিশ্রম করে ফেরিগুলো সংস্কার করে সচল রাখা হচ্ছে, ফেরী সার্ভিস স্বাভাবিক রাখা হয়।
এলাকার সচেতন মহল জানান, ডি জি এম খালেদ নেওয়াজ চৌধুরী ও ফেরী মেরামত কারখানার নির্বাহী প্রকৌশলী রুবেল সাহেব এর সততা, দক্ষতা, কর্মমুখী নেতৃতে পুরাতন ফেরী সচল রেখে ফেরী সার্ভিস স্বাভাবিক রাখা হয়েছে । তাই গত ঈদসহ প্রায় সময় যানজট মুক্ত রেখে জন দুর্ভোগ থেকে নিবারন রেখেছেন এবং সরকার পাছে মোটা অংকের রাজস্ব অপর দিকে লাখ লাখ টাকা অপচয় থেকে রক্ষা পাচ্ছে কর্তৃপক্ষ, খালেদ নেওয়াজ সাংবাদিক যাদুকে জানান, নিজের জবাবদীহিতা দায়িত্ব কর্তব্যকে গুরুত্ব দিয়ে চেষ্টা করে যাছি, রুবেল বলেন, স্যারের অনুপেরনায় কাজের গতি বেড়েছে এবং নিজের যোগ্যতার প্রমান রাখার চেষ্টা করছি, তবে এখন আর ফেরী গুলো বসে থাকে না ।
Leave a Reply