মোঃ মামুন খান –নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরির অপরাধে বরিশালের বাকেরগঞ্জে তিনটি বেকারি মালিক কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২৫ জুলাই সোমবার বেলা ১১ টায় বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মোঃ ইজাজুল হকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে । উপজেলার কালিগঞ্জ বাজারের সৈকত ব্রেড ২০ হাজার ও বরিশাল বেকারি ১০ হাজার টাকা এবং বাকেরগঞ্জ বন্দরের রোজা ফুড ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি আবুজর মোঃ ইজাজুল হক সংবাদ মাধ্যম কে জানান, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, উৎপাদিত বিস্কুট তৈরিতে পঁচা, খাদ্য সামগ্রী ও কেক তৈরিতে খাবার অযোগ্য রং ব্যবহার করার অপরাধে তিনটি বেকারির মালিক কে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
কারখানায় মানসম্মত পরিবেশে খাদ্য দ্রব্য উৎপাদন, সকল কর্মচারীকে নির্ধারিত পোশাক পরে কাজ করার নির্দেশনা দেয়া হয় এবং ভবিষ্যতে দ্বিতীয়বার এ ধরনের অপরাধের সাথে সম্পৃক্ততা পাওয়া গেলে কারখানা বন্ধ করে দেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে ।
Leave a Reply