এস এম নাসির মাহমুদ
বরগুনা জেলা প্রতিনিধি
বরগুনার আমতলী উপজেলার ইসলামপুর হাসানিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের এক
বিদায় সম্বর্ধনা সভা ও দোয়া অনুষ্ঠান বৃহস্পতিবার সকাল ১০টায় মাদরাসার হল রুমে অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত সুপার মাওলানা শাহ আলম পাদ্যার সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠান ও সংবর্ধনা সভায় সভাপতিত্বে বক্তব্য মাওলানা মো,শাহ আলম পাদ্যা বলেন অএ মাদাসার ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি আমতলী সদর ইউনিয়নের চেয়ারম্যান মো,মোতাহার উদ্দিন মৃধার রোগমুক্তি কামনা করে ও তার নিজ অর্থায়নে দেয়া উন্নয়ন মূলক কাজ নতুন ভবন নির্মান,শিক্ষকদের আধুনিক চেয়ার ছাএ ছাএী হাই বেঞ্চ লো বেঞ্চ সহ নানা উন্নয়নের কথা তুলে ধরেন। সভায় আরো বক্তব্য রাখেন অএ মাদাসার সদ্য বিদায়ী সুপার মাওলানা আব্দুল,মান্নান,জমিদাতা মো, হাচন আলী খান, ইউ পি সদস্য আব্দুল জলিল হাওলাদার শিক্ষক ডা, শাহ আলম, মো,মোশারেফ হোসেন,মো,গোলাম মোস্তফা,মো,জয়নাল আবেদিন মো, আলামিন, বিদায়ী ছাএ ছাএীদের পক্ষে বক্তব্য রাখেন মোসা,স্বর্না মনি ও আফশনা আক্তার মীম প্রমূখ।
Leave a Reply