শিবালয় প্রতিনিধি
মানিকগঞ্জের শিবালয়ে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শন করেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর সাদেক। সোমবার (১২জুলাই) আরিচা ও পাটুরিয়া ঘাট সরেজমিনে পরিদর্শন করেন তিনি।পরিদর্শন শেষে শিবালয় উপজেলা নির্বাহী অফিসার এবং স্থানীয় জনসাধরণের সাথে নদী শাসনের বিষয় নিয়ে আলোচনা করেন।এসময় উপস্থিত ছিলেন, শিবালয় উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একেএম মিরাজ হোসেন লালন ফকির, বিআইডব্লিউটিএ’র প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী নিজাম উদ্দিন পাঠান, নৌ-স ও প বিভাগের পরিচালক মো. শাহজাহান হোসেন, নৌ-নিট্টা বিভাগের পরিচালক মো. রফিকুল ইসলাম, জ্রেজিং বিভাগের প্রধান প্রকৌশলী রকিবুল ইসলাম, বিআইডব্লিউটিসি’র ডিজিএম জিল্লুর রহমানসহ বিআইডব্লিউটিএ এবং টিসি’র উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply