হারুন অর রশিদ, কালিয়া উপজেলা প্রতিনিধি —
নড়াইল এর কালিয়া যোগানিয়া ডুমারিয়া নলামারা মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠনে নিবার্চনী তফসিল ২০২২ ইং ঘোষনা করা হয়েছে। মনোনয়নপত্র বিতরণ ও জমা দানের তারিখ ১৮-০৬-২০২২ থেকে ২০-০৬-২০২২ পর্যন্ত, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২১-০৬-২০২২ ইং, মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ২২-০৬-২০২২ ইং, নির্বাচনের তারিখ ০৪-০৭-২০২২
Leave a Reply