ষ্টাফ রিপোর্টার :
হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের দুর্দিনের সাবেক ছাত্রনেতা শাহ জালাল উদ্দিন জুয়েল। এর আগে তিনি হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে কাউন্সিল নির্বাচন করেছিলেন, হবিগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্ব পালন করেছিলেন, লন্ডন ভ্রমনের সময় লন্ডন মহানগর ছাত্রলীগের সহসভাপতি নির্বাচিত হয়েছিলেন, জামাত-বিএনপির আমলাব ওয়ান এলিভেনের সময় দলের দুর্দিনে বৃন্দাবন সরকারী কলেজ ছাত্রলীগের রাজনীতিতে অগ্রনী ভূমিকা রেখেছিলেন এবং বৃন্দাবন কলেজ ছাত্রলীগ বানিজ্য শাখার সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বলে জানা যায়, তাছাড়া এর আগে সর্বপ্রথম হবিগঞ্জ পৌরসভা ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়ে বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত হয়ে ছাত্রলীগ তথা আওয়ামীলীগের রাজনীতি শুরু করেন বলে জানান নবনির্বাচিত হবিগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ ইউনিট হবিগঞ্জ পৌর আওয়ামীলীগের নবনির্বাচিত দপ্তর সম্পাদক শাহ জালাল উদ্দিন জুয়েল। শাহ জালাল উদ্দিন জুয়েল বলেন, ২০১৪ সালে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সম্মেলনে সভাপতি পদে কাউন্সিল করলেও বিভিন্ন কারনে এবং বিয়ে করার কারনে পূর্ণাঙ্গ কমিটিতে আসতে পারি নি তাতে আমার দু:খ নেই। আজকে আমাকে ছাত্র-রাজনীতির পরিশ্রমের মূল্যায়ন করেছেন আমার রাজনৈতিক অভিভাবক এমপি আবু জাহির ভাই। সর্বাপরি হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সংগ্রাম সভাপতি এমপি আবুজাহির ভাই এবং সাধারন সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরীসহ আমার শুভাকাঙ্গীদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। গত ৩ই জুন হবিগঞ্জ পৌর আওয়ামীলীগের সম্মেলনে জাতীয় নেতা জাহাঙ্গীর কবির নানকসহ একাধিক জাতীয় নেতার উপস্হিতিতে ঐতিহাসিক হবিগঞ্জ জালাল ষ্টেডিয়ামে অনুষ্টিত হয়। তারপর কর্মী বান্ধব এবং হবিগন্জ জেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি এমপি আবুজাহির এবং সাধারন সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী আগ্রহী নেতাদের সিভি যাচাই-বাচাই করে গতকাল ১৫ই জুন আংশিক কমিটি অনুমোদন দেন।
Leave a Reply