মাসুদ রানাঃ বিরামপুর প্রতিনিধি –দিনাজপুরের বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে টিভিএস মেট্রো ১০০ সিসি মোটরসাইকেল ও ০৪ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ী এবং ০১ জন সাজা পরোয়ানাভূক্ত আসামি, ১৭ জন অন্যান্য পরোয়ানাভূক্ত আসামিসহ সর্বমোট ২০ জন আসামি গ্রেফতার। ১৭/০৭/২০২২ খ্রিঃ তারিখ রাত্রি ও ১৮/০৭/২০২২ খ্রিঃ তারিখ ভোর বেলায় বিরামপুর থানার বিভিন্ন এলাকায় বিরামপুর থানার অফিসার ইনচার্জ জনাব সুমন কুমার মহন্ত নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পরিচালিত বিশেষ অভিযানে মুকুন্দপুর ইউনিয়নের পারগোবিন্দপুর এলাকা হতে টিভিএস মেট্রো ১০০ সিসি মোটরসাইকেল ও ০৪ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ রাসেল মিয়া (৩২), পিতা-নূর মোহাম্মদ, ২। মোঃ হুমায়ন কবির ওরফে স্বপন (২৮), পিতা- মৃত সাখওয়াত হোসেন, উভয় সাং- বড় চন্ডিপুর ফকিরপাড়া, থানাঃ পার্বতীপুর, জেলাঃ দিনাজপুরদ্বয়কে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় বিরামপুর থানার মামলা নং- ১৪, তাং-১৭/০৭/২০২২ খ্রিঃ, ধারাঃ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি(২)/২৫-ডি রুজু করা হয়েছে। খানপুর ইউনিয়নের ধানজুড়ী এলাকা হতে সিআর ৮৫/২২ এর গ্রেফতারী পরোয়ানামূলে আসামী ৩। শ্রী কার্তিক চন্দ্র সরকার, ৪। শ্রী গনেশ চন্দ্র সরকার, উভয় পিতা- রজনী কান্ত সরকার, ৫। প্রফুল্ল সরকার, পিতা- মৃত রমনী কান্ত সরকার, ৬। শ্রী নির্মল চন্দ্র সরকার, পিতা- তরনী কান্ত সরকার,৭। শ্রী হরেন চন্দ্র সরকার, পিতা মৃত রমনী কান্ত সরকার, ৮। কৃষ্ণ চন্দ্র সরকার, পিতা- মৃত তরনী কান্ত সরকার, ৯। শ্রী কান্দ সরকার, পিতা-কিশোরী সরকার সর্ব সাং-কালী শহর ধানঝুরি,থানা বিরামপুর,জেলা দিনাজপুরদেরকে গ্রেফতার করা হয়েছে। বিরামপুর পৌরসভার কৃষ্টচাঁদপুর এলাকা হতে জি আর ৩৫৭/২১ (বিরামপুর) এর গ্রেফতারী পরোয়ানামূলে আসামি ১০। আনোয়ার হোসেন, পিতা- রইচ উদ্দিন, ১১। নাজমুল হোসেন, পিতা-মিনাজুল ইসলাম, ১২। মোছা: মর্জিনা বেগম, স্বামী-শহিদুল ইসলাম, ১৩। মোছা: তছলিমা বেগম, স্বামী-আব্দুল কুদ্দুছ, ১৪। মোছা:মাছুরা বেগম, স্বামী- মিষ্টার আলী, ১৫। মোাছা: চায়না বেগম, স্বামী- বাবুল হোসেন, ১৬। শহিদুল ইসলাম, পিতা-নইম উদ্দিন, ১৭।ইব্রাহীম, পিতা-ইদ্রিস আলী, ১৮। বাবুল হোসেন, পিতা- আব্দুল হক, সর্ব সাং কৃষ্টচাদপুর, থানাঃ বিরামপুর জেলাঃ দিনাজপুরদেরকে গ্রেফতার করা হয়েছে। বিরামপুর পৌরসভার ভবানীপুর এলাকা হতে জিআর নং-৬১/২১ (নল) এর গ্রেফতারী পরোয়ানা মূলে আসামি ১৯। মোঃ আরজান হোসেন, পিতা- মোঃ জিন্নাত আলী, সাং- ভবানীপুর, থানাঃ বিরামপুর, জেলাঃ দিনাজপুরকে গ্রেফতার করা হয়েছে এবং বিরামপুর পৌরসভার ভেটাই এলাকা থেকে জিআর নং ১২/২০০০ এর সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানা মূলে আসামি ২০। মনতাজুর, পিতা- সামসুল হক, সাং- ভেটাই, থানাঃ বিরামপুর, জেলাঃ দিনাজপুরদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদেরকে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply