আবুহুমাইর হোছেন বাপ্পি টেকনাফ প্রতিনিধি: টেকনাফের ২২নং ঊনছিপ্রাং ক্যাম্পে আইএমওতে কর্মরত এক রোহিঙ্গা ভলান্টিয়ার অপকর্ম করতে গিয়েই নকল পাসপোর্ট ও আইডি কার্ডসহ আইন-শৃংঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছে। প্রকৃত ঘটনা খতিয়ে দেখার জন্য পদক্ষেপ নিয়েছে। সুত্র জানায়, গত ১৪ই জুলাই বুধবার দুপুর আড়াই টার দিকে টেকনাফের ২২নং ঊনছিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ১৬ এপিবিএন পুলিশ সদস্যরা ব্লক-সি-৫ এলাকায় অভিযান চালিয়ে রোহিঙ্গা আবু শামার পুত্র ও আইএমওর ভলান্টিয়ার মোঃ তৈয়ব (২৮) কে আটক করে। পরে তার মোবাইল তল্লাশী করে তার নামে বাংলাদেশী পাসপোর্ট ও এনআইডির ছবি পাওয়া যায় যার পাসপোর্ট নং- ইঔ০৫৩৬৭২৪, ঘওউ ঘড়- ৩৩০২৫৪৮৩৫৩)। স্থানীয় রোহিঙ্গারা জানায় সে উক্ত ক্যাম্পে আইএমও কর্তৃক নিয়োজিত ভলান্টিয়ার। একজন সাধারণ রোহিঙ্গা ভলান্টিয়ার চট্টগ্রাম হালি শহরের ঠিকানা ব্যবহার স্মার্টকার্ড অর্জনের ঘটনায় জেলার সচেতন মহলে ক্ষুদ্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কক্সবাজার ১৬ এপিবিএন পুলিশ অধিনায়ক এসপি মোঃ তারিকুল ইসলাম তারিক জানান, এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য সিআইসির নিকট হাজির করলে তিনি অভিযুক্তকে হেড মাঝির জিম্মায় ছেড়ে দেন এবং পাসপোর্ট ও এনআইডি‘র মূল কপিসহ আজ অফিসে হাজির থাকতে নির্দেশ দেন। মূলত উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গা নানা কৌশল অবলম্বন করে বাংলাদেশী পাসপোর্ট ও এনআইডি সংগ্রহ করে বিভিন্ন অপকর্ম করে আসছে। এই ঘটনা তদন্ত স্বাপেক্ষে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার জোর দাবী উঠেছে সচেতনমহলের।
Leave a Reply