টাঙ্গাইল প্রতিনিধিঃ করোনা ভাইরাসের প্রভাব বেড়ে যাওয়ায়, করোনা প্রতিরোধে গত কাল (২৩ জুলাই) থেকে ৫ আগস্ট পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন ঘোষনা করেছ সরকার। এই লকডাউন চলাকালীন সময় জরুরী প্রয়োজন ছাড়া অযথা কেউ বাহিরে বের হতে পারবে না এবং জরুরী পণ্যবাহী যানবাহন ছাড়া কোন ধরনের যানবাহন চলাচল করতে পারবে না, সেই সাথে জনসাধারণের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে। কিন্তু এসব বিধিনিষেধ মানছে না মেইন শহরের একটু বাহির থেকে শুরু করে গ্রামের ৮০% মানুষ। গ্রামের প্রায় সব জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান খোলা, সেই সাথে চায়ের দোকানে চলছে রমরমা আড্ডা মাস্ক নেই বেশির ভাগ লোকের মুখে, এই অবস্থায় চলতে থাকলে করোনা খুব দ্রুত মানুষের মাঝে ছড়িয়ে পড়বে।
Leave a Reply