সদর প্রতিনিধিঃ লকডাউনের বিধিনিষেধ অমান্য করে ঢাকা -টাঙ্গাইল মহাসড়কে সকাল থেকেই যাত্রীবাহী বাস চলাচল করতে দেখা গেছে। তবে অনান্য দিনের চেয়ে মমহাসড়কে যানবাহন চলাচল অনেক কম। আজ শুক্রবার (২৩ জুলাই) সকাল থেকেই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস সহ মালবাহী ট্রাক,প্রাইভেটকার এবং মহাসড়কের পাশ দিয়ে সিএনজি ও অটোরিক্সা চলাচল করতে দেখা গেছে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার, ২৩ জুলাই সকাল ৬ টা থেকে ৫ আগস্ট পর্যন্ত জরুরী পণ্যবাহী যানবাহন ছাড়া সকল প্রকার যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু এই নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা -টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস চলাচল করতে দেখা গেছে।
Leave a Reply