সদর প্রতিনিধিঃ টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় টাঙ্গাইল জেলায় ৫৬৮টি নমুনা পরীক্ষা করে নতুন করে ১৭৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং করোনায় ১ জন ও করোনার উপসর্গে ১ জনসহ মোট ২ জনের মৃত্যু হয়েছে।জেলায় আক্রান্তের হার শতকরা ৩০ দশমিক ৪৬ ভাগ। নতুন আক্রান্তেদের মধ্যে, টাঙ্গাইল সদর ২৮ জন, নাগরপুর ৫ জন, দেলদুয়ার ৯ জন, সখীপুর ১১ জন, মির্জাপুর ৪ জন, কালিহাতী ৩ জন, ঘাটাইল ২২ জন, মধুপুর ১৪ জন, ভুঞাপুর ৩ জন, গোপালপুর ১৬ জন ও ধনবাড়ী ১০ জন রয়েছেন। আজ রবিবার সকাল পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ১২,৬৮০ জন। এ পর্যন্ত মারা গেছেন মোট ১৯৯ জন।
Leave a Reply