টাঙ্গাইল প্রতিনিধিঃ করোনা ভাইরাস সংক্রমণ রোধে গত কাল শুক্রবার থেকে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করে সারাদেশে ১৪ দিনের কঠোর লকডাউন ঘোষনা করেছে সরকার। কঠোর লকডাউনের বিধিনিষেধ কার্যকর করতে কঠোর অবস্থানে রয়েছে টাঙ্গাইলের প্রসাশন। সকাল থেকেই, পুলিশ,র্যাব টহল দেখা গেছে। সেই সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বারা ভ্রাম্যমাণ আদালত পরিচালআজ (২৪ জুলাই)শনিবার না করতে দেখা গেছে। কেউ অপ্রয়োজনে বাহিরে বের হলে জরিমানা করা হচ্ছে এছাড়াও বিধিনিষেধ অমান্য করে যেসব ব্যবসায়ী ব্যবসা প্রতিষ্ঠান খুলছে তাদেরও জরিমানা করা হচ্ছে। মানুষ যাতে অপ্রয়োজনে শহরে প্রবেশ করতে না পারে সেই লক্ষ্যে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়েছে পুলিশের পক্ষ থেকে, জরুরী প্রয়োজন ছাড়া চেকপোস্ট অতিক্রম করতে পারছে কেউ। এদিকে,টাঙ্গাইল জেলায় গত ২৪ ঘন্টায় করোনায় ১ জন ও করোনার উপসর্গে ৩ জনসহ মোট ৪ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় জেলায় ১৩১টি নমুনা পরীক্ষা করে নতুন করে ৩৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। জেলায় আজ আক্রান্তের হার শতকরা ২৯ ভাগ। আজ(২৪ জুলাই) শনিবার সকাল পর্যন্ত টাঙ্গাইল জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা মোট ১২,৫০৭ জন। আজকে পর্যন্ত মারা গেছেন মোট ১৯৮ জন।
Leave a Reply