মোঃ জাকির হোসেন (শৈলকুপা) প্রতিনিধি: শৈলকুপা উপজেলার কয়েকটি উল্লেখযোগ্য বাজারের মধ্যে লাঙ্গলবাঁধ অন্যতম। শৈলকুপা, শ্রীপুর ও পাংশা উপজেলার মোহনায় লাঙ্গলবাঁধ বাজার অবস্থিত। শিল্প বাণিজ্যের প্রধান কেন্দ্র বিন্দু হচ্ছে লাঙ্গল বাঁধ। বর্ষার সূচনা লগ্নে পাটের বাজার মূল্য কৃষকদের পক্ষেই অবস্হান করেছিল কিন্তু করোনার ভয়াবহ অবস্থার কারণে পাটের বাজার মূল্যে ব্যাপক পরিবর্তন সাধিত হয়। মৌসুমের প্রাথমিক সূচনালগ্নেই লাঙ্গলবাঁধ বাজারে পাটের বাজার মূল্য মন প্রতি ৩৫০০ থেকে ৪০০০ টাকা কিন্তু করোনার বিধি নিষেধের কারণে পাটের বাজার মূল্য কমে ২০০০ থেকে ২২০০ টাকায় নেমে আসে । ফলশ্রুতিতে উপজেলা কৃষকদের মধ্যে এক ধরনের উদ্বেগের সৃষ্টি হয়েছে কারণ তারা পাটের যে মূল্য আশা করছিল সেই আশানুরূপ বাজার মূল্য থেকে বঞ্চিত হয়। লাঙ্গলবাঁধ পাট ব্যবসায়ী দের কাছ থেকে দৈনিক দেশ প্রতিদিন শৈলকুপা উপজেলা প্রতিনিধি মোঃ জাকির হোসেন কথা বলে জানতে পারেন উপজেলায় গত কয়েক বছরের তুলনায় পাটের চাষ বেশি ছিল। যার ফলশ্রুতিতে বাজারে পাটের প্রচুর আমদানি হয় কিন্তু করোনার বিধি নিষেধের কারণে মৌসুমী ব্যবসায়ীরা বেশি দামে পাট কিনতে অনাগ্রহ প্রকাশ করে যায় ফলে পাটের বাজার অনেকটাই শিথিল হয়ে যায় স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা যায়, উপজেলায় এবার পাটের চাষের পরিমাণ তুলনামূলক বেশি ফলনও মোটামুটি ভালো কিন্তু পাট চাষে প্রচুর অর্থ ব্যয় ও সল্প মূল্যে পাট বিক্রির কারণে আমাদের পাট চাষে প্রচুর অর্থ নৈতিক ক্ষতি সাধিত হচ্ছে। করোনার বিধি নিষেধের কারণে ও আমরা পাটের বাজার জাত করতে পারছি না ফলে পাটের সঠিক বাজার মূল্য থেকে অধিকাংশ কৃষক ই বঞ্চিত হচ্ছে। অধিকাংশ কৃষকের অভিমত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কৃষকদের দুরবস্থার কথা বিবেচনা করে সঠিক পদক্ষেপ গ্রহণ করলে,দেশের শ্রমজীবী ও পেশাদারি কৃষকেরা পাটের ন্যায্য মূল্য পাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
Leave a Reply