মোঃ জাকির হোসেন ঝিনাইদহ (শৈলকুপা) প্রতিনিধি করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় রীতিমতো কাঁপছে গোটা বিশ্ব। বাংলাদেশ ও যেন করোনার ভয়াল থাবায় মৃত্যু পুরিতে পরিণিত হয়েছে। ঝিনাইদহের শৈলকুপায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সোহরাব হোসেন (সুরাপ) নামের এক ব্যক্তি মৃত্যু বরণ করেছেন। তিনি লাঙ্গলবাঁধের শেখপাড়ায় অবস্হিত রওশন আলী প্রী- ক্যাডেট এ্যান্ড হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক শেখ সাদীর পিতা।৪ – ই আগষ্ট কোভিড১৯- করোনা পজেটিভ হয়।তিনি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ৮ নং ধলহরাচন্দ্র ইউনিয়নের বন্দেখালি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত আবুল হোসেনের পুত্র। দৈনিক দেশ প্রতিদিন, প্রতিনিধি মোঃ জাকির হোসেন শৈলকুপা উপজেলার ৮ নং ধলহরাচন্দ্র ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি সদস্য মোঃ আবুল হোসেন মোল্লার বরাত দিয়ে জানতে পারেন,৪ – আগষ্ট সোহরাব হোসেন ( সুরাপ) করোনা পজিটিভ হন। লক ডাউন আদলে তিনি ঘরোয়া ভাবেই করোনা চিকিৎসারত অবস্থায় ছিলেন কিন্তু ৭-ই আগষ্ট শনিবার রাতে তার স্থাস্হ্যের অবনতি ঘটে এবং ৮- ই আগষ্ট রবিবার আনুমানিক ৭ঃ৩০ ঘটিকায় তিনি মৃত্যু বরন করেন। ইসলামিক ফাউন্ডেশন গঠিত ( ইফা) কমিটি তার জানাযা শেষে আজ রবিবার দুপুর ১২ঃ৩০ ঘটিকার দিকে তার নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে লাশ দাফনের কাজ সম্পন্ন করেন। সোহরাব হোসেন ( সুরাপ) এর মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। তিনি একজন নিষ্ঠাবান ও সৎ মানুষ হিসাবে এলাকায় পরিচিত ছিলেন।
Leave a Reply