শ্রাবন হোসেন মুরাদ শিবালয় থেকে.. জমদুয়ারা রাস্তার কাজ করায় এলাকা বাসির যাতাতের সুবিধা হয়েছে, জমদুয়ারা এলাকা বাসি জানায় আমাদের ৬ নং ওয়াডের চেয়ার ম্যান ও মেম্বার মিলে জমদুয়ারা মজিবর পিরসাহেবের বাড়ি হতে জাহাঙ্গীরের বাড়ি সামনে ইটসলিঙয়ের কাজ সমাপ্ত করা হয়েছে। সেই ক্ষেত্রে তারা আরো উন্নয়ন মূলক কাজ করেছেন ও আগামী বছরে আরো কাজ করার আশা রাখে। রাস্তার কাজ দেখছেন তেওতার ইউপি চেয়ারম্যান কাদের ও মেম্বার তোতা। ছবি তুলেছেন শেখ রিয়াজ ও শেখ আকাশ
Leave a Reply