আব্দুল হান্নান চুনারুঘাট উপজেলা প্রতিনিধি– বাল্লা সীমান্তে শফিকুল ইসলাম (২১) নামের এক ব্যক্তির বাড়ির পরিত্যক্ত ঘর থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করেছে বিজিবি। সোমবার (২৫ জুলাই) দুপুর ১২টায় বিজিবির নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে স্থানীয় জনপ্রতিনিধি সহ চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা টেকেরঘাট গ্রামের আবুল হোসেনের পুত্র শফিকুল ইসলামের বাড়ির পরিত্যক্ত ঘর তল্লাশি করে বাল্লা বিওপির একদল জোয়ান। এ তারা ওই ঘর থেকে ১ কেজি গাঁজা পান। বিজিবির আঁচ পেয়ে শফিকুল ইসলাম সহ বাড়ির অন্যান্য লোকজন পালিয়ে যায়। এর আগে ১১/০৬/২০২২ ইং তারিখে ভারতে অনুপ্রবেশ কালে শফিকুল ইসলামকে আটক করে মামলা দিয়ে আদালতে প্রেরন করে বিজিবি। মামলা নং ২৬ চুনা. শফিকুল বর্তমানে জামিনে মুক্ত রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধারকৃত মালামাল এর আইনি কার্যক্রম প্রক্রিয়া চলছিল।
Leave a Reply