জেএ যাদু
শুক্রবার শিবালয় থানা জামে মসজিদে মানিকগঞ্জের নবাগত মানবিক পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান তার বক্তব্যে বলেন চলমান করোনা প্রতিরোধে সকলে মিলে স্বাস্থ্যবিধি মানতে হবে তবেই পরিবারকে বাঁচানো সম্ভব। তিনি আর বলেন বিত্যবানদের পাশাপাশি সকলে মিলে অসহায় মানুষের পাশে দারাতে হবে। এছারা মাস্ক, হ্যান স্যানিটাইজার ব্যবহারে সচেতনা বারাতে হবে। আপনাদের আশে পাশে যে কোন সমস্যা সমাধানে জেলা পুলিশ সবসময় পাশে আছে এবং থাকবে। আপনারা সবাই নিজের ও নিজ পরিবারের কথা ভেবে সরকার ঘর্ষিত সকল নিয়ম কানুন মেনে চলতে হবে। তবেই করোনা প্রতিরোধ করা সম্ভব। আপনার সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। এসময় শিবালয় থানা অফিসার ইনচার্জ ফিরোজ কবির ওসি তদন্য সহ আসিস কুমার ও ফোর্স গন উপস্থিত ছিলেন।
Leave a Reply