লোহাগাড়া প্রতিনিধিঃ ১৪ জুলাই বৃহস্পতিবার চট্টগ্রামের লোহাগাড়া থানার বিশেষ অভিযানে ২মাদক কারবারীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা এবং মাদক বহন কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়। আটককৃতরা হল কক্সবাজার জেলার ঈদগাঁহ কোরখারীকিল বাড়ির নুরুল হুদার পুত্র ইফতিয়াদ হুদা মিশু(২১) এবং কক্সবাজার খুরুশকুল মতিউর রহমানের পুত্র তারেকুর রহমান(২২)। গতকাল ১৪ জুলাই বৃহস্পতিবার রাতে লোহাগাড়া থানার ওসি মুুহাম্মদ আতিকুর রহমান এর দিক নির্দেশনায় চুনতি পুলিশ ফাঁড়ির এস আই সজিব হোসেনের প্রত্যক্ষ নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে বিশেষ অভিযান পরিচালনা করেন, এই অভিযানে ধৃত আসামিদের কাছ থেকে ৪০০০ পিছ ইয়াবা উদ্বার করেন, এবং ইয়াবা বহন করার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়, ১৫ জুলাই শুক্রবার ধৃত আসামিদের যথাযথ আইনের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান মাদক নির্মুলে এই ধরণের অভিযান অভ্যাহত থাকবে।
Leave a Reply