আল আমিন, গজারিয়া প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের বৈদ্দারগাঁও গ্রামের দক্ষিন পাড়ায় মজিবর রহমান বাড়ি ফুলদি নদীর সংযোগ খালের পানির প্রবল স্রোতের কারনে পানিতে বিলিন ও খালের উভয় পাশেই একাধিক ঘর-বাড়ি হুমকির মুখে। স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মানে কাজ করে যাচ্ছেন এলাকাবাসী। বুধবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, গজারিয়া উপজেলায় টেংগারচর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বৈদ্যারগাও গ্রামে ফুলদি নদীর শাখার সংযোগ খালের পানির প্রবল স্রোতে খালের দুই পাড়ে একটি ফসলি জমি ও দুইটি বসতঘরের আংশিক ভেঙ্গে নদীতে বিলীন হয়ে গেছে । এতে ঝুঁকিপূর্ণ রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ ১৫ থেকে ১৬ টি ঘরবাড়ি। বিলীন হওয়া ও ঝুঁকিপূর্ণ ঘর বাড়ির মালিকদের মধ্যে হুমায়ুন কবীর জানান মঙ্গলবার বিকাল হইতে খালের প্রবল স্রোতের কারণে মজিবুর প্রধানে বসত বাড়ি, পাকঘর, টিউবওয়েল টয়লেট গোসলখানাসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি হয়। খালের দক্ষিণ পাশে অসহায় প্রতিবন্ধি বুলু বেপারীর বসতঘরের আংশিক নদীগর্ভে এবং বাকিঅংশ যেকোনো সময় পানির স্রোতে তলিয়ে যেতে পারে। অসহায় প্রতিবন্ধী বুলু বেপারী জানান ভাঙ্গন রোধে নিজের বসতঘর রক্ষা করার কোন সামর্থ্য নেই । নিজে অসহায় পরিবারের দুইটি মেয়ে ও একটি ছেলে কর্মক্ষম না থাকায় নদী ভাঙ্গন থেকে বাড়ি রক্ষার কোন উপায়ে তার জানা নেই ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী পরিবারের দাবি খালের দুইপাশে গাইড ওয়াল নির্মাণ করে ভাঙ্গনকবলিত থেকে বাড়ি ঘর রক্ষা করা । বৈদারগাও এলাকায় ৫ হাজার একর ফসলি জমির পানি খাল দিয়ে উঠানামা প্রবাহিত করায় এই প্রবল খর স্রোতের সৃষ্টি।বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার কে অবগত করা হয়েছে ।নদী ভাঙ্গন প্রতিরোধে খালের দুইপাশে বাড়িওয়ালাদের গৃহীত উদ্যোগের সাথে স্থানীয় প্রশাসন সহযোগিতার করবে । গজারিয়া উপজেলার প্রকৌশলী ইশতিয়াক আহমেদ ও দূর্যোগ ও ব্যাবস্হাপনা কমকর্তা তাজুল ইসলাম ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মানে কাজের জন্য তাদের পক্ষ থেকেও বিভিন্ন সাহায্য সহযোগিতা ও পরবর্তীতে স্হায়ী বাধনির্মানে পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান।
Leave a Reply