আলমগীর হোসেন, কালীগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জ দি মডার্ন কচি কাঁচা ক্লাবের আয়োজনে চার দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১ জুলাই বিকাল সাড়ে ৫ টায় কালিগঞ্জ দি মডার্ন কচি কাঁচা ক্লাব একাদশ, ও কুশুলিয়া কসমস ক্লাব একাদশ মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়, উক্ত খেলায় নির্ধারিত সময়ে কালিগঞ্জ দি মডার্ন কচি কাচা ক্লাব ৩- গোল ও কুশুলিয়া কসমস ক্লাব ৩ গোল করলে খেলাটি টাইব্রেকারে গড়াই টাইব্রেকার কালিগঞ্জ মডার্ন ক্লাব ৩ – ২ গোলে কুশিলিয়া কসমস ক্লাবকে হারিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে। এ সময় খেলায় প্রধান অতিথি ছিলেন কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোঃ আব্দুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু, কালিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ উপজেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি ওহিদুল ইসলাম ছোট, ভোমরার বিশিষ্ট ব্যবসায়ী আখতার হোসেন, দৈনিক সুপ্রভাতের উপজেলা প্রতিনিধি শাহন আহমেদ সোহাগ, দৈনিক সাতঘড়িয়া উপজেলা প্রতিনিধি হাবিবুল্লা বাহার, দৈনিক যশোরের প্রতিনিধি আল নূর আহমেদ ইমন, কালিগঞ্জ জাতীয় শ্রমিক লীগের সভাপতি শেখ শাহ জালাল প্রমুখ। এদিকে পরবর্তী খেলা অনুষ্ঠিত হবে আগামী রবিবার সাতপুর ফুটবল একাদশ, বনাম উকসা আনসার ভিডিপি ক্লাব একাদশ।
Leave a Reply