আলমগীর হোসেন কালিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ -সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২১-২০২২ অর্থ বছরের খরিপ মৌসুমে আমন ধানের উলশী জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য প্রাণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ৩০ জুন সকাল ১১ টায় উপজেলা অফিসার্স কল্যাণ ক্লাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, প্রমুখ। এ সময় ১৩০০, জন কৃষককে বীজ ও রাসায়নিক সার প্রদান করা হয়। ১০ জন কৃষকের গ্রুপ ভিত্তিক পাঁচ কেজি করে ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার, ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। কালিগঞ্জ উপজেলায় মোট ৬ টন বীজ , ১৩ টন ডিএপি সার,১৩ টন এম ও পি সার কৃষকদের মাঝে তিনদিন ধরে বিতরণ করা হবে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল লতিফ। উক্ত অনুষ্ঠানে উপজেলার বারটি ইউনিয়নের কৃষক ও কৃষাণী উপস্থিত ছিলেন
Leave a Reply