মোঃ জাহিদুল ইসলাম নিক্কন ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি: পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ নুরুজ্জামান বিশ্বাসের ব্যাক্তিগত তহবিল থেকে ৫ টি অক্সিজেন সিলিন্ডার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রদান করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ নুরুজ্জামান বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডাঃ আসমা খান সহ কর্তৃপক্ষের নিকট অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌর মেয়র মোঃ ইছাহক আলী মালিথা, আরো উপস্থিত ছিলেন ডাক্তার ফয়েজ আহমেদ, আওয়ামী কৃষক লীগ নেতা মুরাদ মালিথা, এমপি’র পুত্র যুবলীগ নেতা দোলন বিশ্বাস, সজীব মালিথাসহ যুবলীগ ছাত্রলীগ এবং সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন। করোনা মহামারী এই চরম দুঃসময়ে সেবা কার্যক্রম বৃদ্ধি ও অক্সিজেন সিলিন্ডার গুলি সৎ কাজেই ব্যাববহার করার জন্যই সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ নুরুজ্জামান বিশ্বাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের নিকট আহবান জানান। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আসমা খান রোগীদের সুচিকিৎসা প্রদান ও সিলিন্ডার গুলি যথাযথ ব্যাবহার করবেন এই অঙ্গিকার প্রদান করেছেন।অসুস্থ রুগীদের পাশে থাকবে ও সেবা করবে অঙ্গীকার করেন।
Leave a Reply