মোঃ জাহিদুল ইসলাম নিক্কন, ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি: রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযােদ্ধা তােয়ব আলীর দাফন সম্পন্ন হয়েছে । সােমবার ( ২ আগষ্ট ) দুপুর ২ টার সময় সাঁড়া গােপালপুর কেন্দ্রিয় গােরস্তান সংলগ্ন ঈদগা মাঠে ঈশ্বরদী থানা পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে । গার্ড অব অনার শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা পি.এম.ইমরুল কায়েস বীর মুক্তিযােদ্ধা , তােয়ব আলীর মরদেহ সহাহিত ও সৎকারের জন্য সরকারী অনুদানের ৫০০০ / = টাকা প্রদান করেন। গার্ড অব অনার শেষে সেখানে তাঁর জানাযা নামাজ শেষে সাঁড়া গােপালপুর কেন্দ্রিয় গােরস্তানে তাকে দাফন করা হয় । এসময় ঈশ্বরদী উপজেলা । নির্বাহী কর্মকর্তা পি.এম.ইমরুল কায়েস , বীর মুক্তিযােদ্ধা চান্না মন্ডল , বীর মুক্তিযােদ্ধা ফজলুর রহমান ফান্টু , বীর মুক্তিযােদ্ধা নজরুল ইসলাম মিন্টু সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন । পারিবারিক সূত্রে জানা গেছে , তােয়ব আলী সােমবার ( ২ আগষ্ট ) রাত ২ টার সময় পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
Leave a Reply