ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি মোঃ জাহিদুল ইসলাম নিক্কন: সোমবার চীনের সিনোফার্মের টিকা দেওয়ার মধ্য দিয়ে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে এ কর্মসূচি শুরু করেছে। বর্তমানে ২ হাজার ৪৪০ ডোজ টিকার বরাদ্দ পাওয়া গেছে। তবে যারা চীনের টিকার প্রথম ডোজ নেবেন তারা দ্বিতীয় ডোজও পাবেন। আপাতত সেভাবেই পরিকল্পনা করে দ্বিতীয় দফায় টিকাদান কর্মসূচি শুরু করা হয়েছে বলে জানিয়েছেন ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসমা খান। তিনি আরও বলেন, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কিছু টিকা অগাস্টে পাওয়ার কথা রয়েছে। সেটি এলে প্রথম ধাপে যারা দ্বিতীয় ডোজ পাননি তারাও এ টিকা দিতে পারবেন। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শফিকুল ইসলাম শামিম জানান, টিকা দেয়ার জন্য আগের মতই সুরক্ষা অ্যাপের মাধ্যমে ৩৫ বছর এবং এর বেশি বয়সী যে কোন বাংলাদেশি নাগরিক নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনের পর এসএমএস দেয়া হবে এবং তারপর নির্দিষ্ট দিনে নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে টিকা নিতে হবে। একমাস পর দ্বিতীয় ডোজ দিতে পারবেন। তবে, শফিকুল ইসলাম শামিম বলেছেন, টিকার ক্ষেত্রে কেন্দ্র পরিবর্তন করা চলবে না। পাবনা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, ঈশ্বরদী উপজেলায় চলতি বছরের ৭ ফেব্রুয়ারি থেকে টিকাদান কর্মসূচি শুরু হয়েছিল। উপজেলায় এখন পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন ১১ হাজার ৬২ জন। দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৬ হাজার ১৭৩ জন। সে হিসেবে এখনও দ্বিতীয় ডোজের ভ্যাকসিন গ্রহণ করেননি ৪ হাজার ৮৮৯ জন।
Leave a Reply