এস এম নাসির মাহমুদ
বরিশাল কুয়াকাটা মহাসড়কের মানিকঝুড়ি নামক স্হানে কলাপাড়া চম্পাপুর ইউনিয়নের আলহজ্ব মো, সুলতান আহম্মেদের ছেলে ধানখালী কলেজ দেবপুর বাজারের ইসলামী ব্যাংকের শাখা ম্যানেজার ও এজেন্ট মো,সাইফুল ইসলাম( ৩৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। স্হানীয় সূএে জানা যায় নিহত সাইফুল ইসলাম ২৩ জুলাই বেলা ১১ টায় কলাপাড়া থেকে আমতলী নিজের মটর সাইকেল যোগে আমতলী আসার পথে মানিকঝুড়ি নামক স্হানে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় ঘটনাস্থলেই মারা যান। মাইক্রোবাসটি দ্রুত গতিতে পালিয়ে যায়। ঘটনাস্হলে আমতলী থানা পুলিশ এসে নিহত সাইফুলের লাশ উদ্ধার করেন। আমতলী থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান জানান পালিয়ে যাওয়া মাইক্রোবাসটি জদ করার চেষ্টা চলছে।
Leave a Reply