আমতলী প্রতিনিধি –বরগুনার আমতলী উপজেলার সদর আমতলী ইউনিয়নের পূজাখোলা গ্রামে২৬ জুলাই মঙ্গলবার বেলা ১১ টা কোব্বাত আলী হাওলাদার বাড়ির পশ্চিম পাশের বিলে জমি দখল বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন মো,আলা উদ্দিন হাওলাদার (৫৫) স্হানীয় সূএে জানা যায় পূজাখোলা মৌজার ২৮/৩৪/৩৫/৩৭ খতিয়ানের জমি আলা উদ্দিন হাওলাদার গংদের পিতৃ রেকর্ডীয় সম্পওি তারা দীর্ঘ দিন যাবত ভোগদখল করে আসছে এবং হাইকোটের একটি আদেশ তাদের পক্ষে আছে। এ সম্পওিতে একই গ্রামের মৃত্যু আঃ জব্বার হাওলাদারের ছেলে মো,আমির হোসেন হাওলাদার গং রা জোর পূর্বক ভোগ দখল জমি চাষ করতে গেলে আলা উদ্দিন হাওলাদার বাধা দেয় তখন আমির হোসেন হাওলাদার,বশির, সিদ্দিক, মান্নান হাওলাদার,মনির হাওলাদার, হারুন হাওলাদার তাকে বেধারক মারধোর করে আলা উদ্দিন হাওলাদারের চিৎকার শুনে স্হানীয় গিয়াস মৃধা,সান্টু মৃধা,আঃ হক হাওলাদার মালেক হাওলাদার এসে অচেতন অবস্হায় আলা উদ্দিন হাওলাদাকে উদ্ধার করে কলাপাড়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।এ রির্পোট লেখা পর্যন্ত মামলা হয়নি মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply